Pages

শনিবার, ৩১ ডিসেম্বর, ২০১৬

ফেসবুকের টিপস নিয়ে দারুন একটি অ্যান্ড্রয়েড অ্যাপস্





ফেসবুক খুব জনপ্রিয় একটা বন্ধুত্ব যোগাযোগের মাধ্যম। এতে কম বেশী সবারই একটা অ্যাকাউন্ট আছে আর সবাই ফেসবুক স্ট্যাটাস দেয় ও ফেসবুক স্টাটাস পড়ে। কেউ ব্যবহার করে ফেসবুক লাইট আনার কেউ ভক্ত ফেসবুক স্টিকারের। ফেসবুক ব্যবহারের রয়েছে নানারকম ট্রিক ও টিপস।
ফেসবুক নিয়ে নতুন করে কিছু বলার নেই। এতে অনেকেই খুঁজে পায় মনের বন্ধু আবার কারো বন্ধুত্ব ভাঙ্গে বা বন্ধু হারায় এখানে। ইদানিং বন্ধুত্ব এস এম এস পাঠানো আর গ্রহণ করাটা ইন্টারনেট ও নেটওয়ার্ক কেন্দ্রিক। ফ্রি ইন্টারনেট, ইন্টারনেট অফার থাকলে ও মোবাইলে ইন্টারনেট প্যাকেজ কেনা থাকলে মোবাইল সাভিস অন করে বন্ধু sms পাঠায় তারা। কিন্তু কিছুদিন আগেও ছিল না ইন্টারনেটে আয় বা ফ্রী নেট, মোবাইল লক না হলেই মোবাইল নাম্বার বরাবর পাঠাত ক্ষুদে বার্তা। টিপস বলতেই তখন ছিল কেবল মোবাইল টিপস। কিভাবে আগের গার্ল ফ্রেন্ড এর কল ব্লক করবে নানান শটকাট টেকনিক ইত্যাদি। কিন্তু এখনকার যুগ হল ফেসবুকের যুগ।
আসলে প্রযুক্তি এমন একটি জিনিস, যার ব্যবহারের উপর এর সুফল বা কুফল নির্ভর করে। যাই হোক, ফেইসবুকে অনেক খুঁটিনাটি বিষয় আছে যেমন বিভিন্ন শর্টকাট টেকনিক, কিভাবে লাইক বেশী পাওয়া যায়, হ্যাকিং ঠেকানর পথ, বাংলা ফেসবুক স্ট্যাটাস দেওয়ায় সুবিধা ইত্যাদি। বেশির ভাগ শর্ট টেকনিক ও কম্পিউটার শর্টকাট আপনাদের জানা আছে, কিন্তু যেগুলো কম জানা আবার গুরুত্বপূর্ণও সেগুলো নিয়েই আমার আজকের প্রচেষ্টা। গ্রাম বাংলা ফেসবুক ব্যবহারে স্মার্ট হয়ে উঠবে এই আমাদের চাওয়া।
অ্যাপসটি ডাউনলোড করতে নিচের লিংক থেকে ডাউনলোড করেনিন।ৎ

Apps Download Here

Bangla Technology Website

Techspot 

www.techspot.com.bd

শুক্রবার, ৩০ ডিসেম্বর, ২০১৬

এক গার্লস স্কুলের ঘটনা।

স্কুলের কিছু মেয়ে লিপস্টিক ব্যবহার করা শুরু করে এবং লিপস্টিকের পরিত্যক্ত অংশ বাথরুমে ফেলে রাখে। এইটুকু পর্যন্ত সমস্যা ছিল না। মেয়েরা লিপস্টিক দিয়ে বাথরুমের গ্লাসে চুমু আকা শুরু করে, এতে গ্লাসগুলোতে দাগ পড়ে যায়। দাগপড়া গ্লাসগুলো পরিষ্কারে স্কুলের খরচ বৃদ্ধি পায়।

হেডমাস্টার ঠিক করলেন, এই ঘটনার ব্যবস্থা নিবেন। স্কুলের কয়েকজন ছাত্রীকে তিনি ডাকালেন এবং বললেন এই গ্লাস পরিষ্কার করতে ক্লিনারের অনেক কষ্ট হয়। হেডমাস্টার ক্লিনারকে বললেন, কিভাবে গ্লাস পরিষ্কার করো ওদের দেখাও।

ক্লিনার হাতের ঝাড়ুকে পাশের কমোডের পানিতে একবার চুবালেন এবং সেই পানিতে গ্লাস পরিষ্কার করতে লাগলেন। মেয়েরা সব বমি করতে করতে বের হয়ে গেল।

পরে আর কখনো স্কুলে এই সমস্যা হয়নি।

Bangla Technlogy Blog

টেলিটক দিচ্ছে মাত্র ৭০ টাকায় ১ জিবি ইন্টারনেট




কেমন আছেন ? উপর আল্লাহর রহমতে আমি ভালো আছি। আমি আজকে আপনাদের জন্য দারুন একটি ইন্টানেট প্যাকেজ এর অফার নিয়ে হাজির করেছি। ইন্টারনেট ব্যবহার করেননা এমন লোক খুজে পাওয়া খুব মুশকিল। প্রিয় টিউনার বন্ধুগণ দেশের সকল অপারেটর ভালো ভালো ইন্টারনেট অফার দিচ্ছে। টেলিটক কিন্তু পিছিয়ে নেই । এবার টেলিকট দারুন অফার দেয়েছে গ্রাহকদের, বিশেষ করে যারা ইন্টারনেট ব্যবহার করেন। টেলিটক এবার দিচ্ছে মাত্র ৭০ টাকা ১ জিবি ইন্টারনেট। প্রিয় টিউনার আসুন দেখেনেই কিভাবে নিতে হবে।
ভালো থাকুন সুস্থ্য থাকুন সবাইকে ধন্যবাদ।
টেলিটক নিয়ে এলো সুপার গতির ‘হিরো’ ১ জিবি ডাটা প্যাক।
→ মুল্য মাত্র ৭০ টাকায়।
→ মেয়াদ ৭ দিন।
→সাথে আরো থাকছে ৩ দিনের মেয়াদে ১০০% বোনাস।
→অফারটি সাবস্ক্রাইব করতে D58 (প্রিপেইড) অথবা F58 (পোস্টপেইড) লিখে 111-এ SMS করুন।
→ এমবি চেক কোড : SMS  এ পাবেন।
→ অফারটি  সবাই  পাবেন।
 Bangla Technolog Blog

সূত্র- টেকস্পট Techspot

বৃহস্পতিবার, ১ ডিসেম্বর, ২০১৬

গ্রামীণফোন দিচ্ছে ২জিবি ইন্টারনেট মাত্র ১২৯ টাকায় বোনাস ৫টি এসএমএস ।




প্রিয় টিউনার কেমন আছেন সবাই? আসাকরি ভালোই আছেন। গ্রামীণফোনের অফার নিয়ে আমি হাজির হয়েছি। এখন সকল অপারেটর দিচ্ছে ইন্টারনেট অফার। রবি, বাংলালিংক এখন আর গ্রামীণফোনও দারুন একটি অফার নিয়ে হাজির হয়েছে। একটি সময় ছিল যখন ইন্টারনেট কেনার মত কাছে টাকাও থাকতো না। কিন্তু বর্তমানে এখন সকল অপারেটরদের ভালো ভালো অফার এর কারণে সবাই এখন ইন্টারেনেট ব্যবহার করতে পারছে। তো যাই হোক অনেক কথা বলে ফেললাম। আমার ল্যাপটপের চার্জও প্রায় শেষ, আমি লেখাটা শেষ করলাম।
ভালো থাকবেন সবাই।
জিপির সকল গ্রাহক পাবেন 2GB ইন্টারনেট+5 SMS
(যেকোনো নম্বরে)
১২৯ টাকায়।
এর জন্য ডায়াল করুন *5000*101#

অথবা ১২৯ টাকা রিচার্জ করলেই টাকা কেটে নিয়ে অফারটি চালু হয়ে যাবে।
ইন্টারনেটের মেয়াদ ৭ দিন।
২৪ ঘন্টা ব্যবহারের জন্য।

Bangla technology website techspot